জনগণ যেন বিড়ম্বনায় না পড়ে : রাষ্ট্রপতি
সাধারণ জনগণ যেন বিড়ম্বনায় না পড়ে তা নিশ্চিত করতে রোববার পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। ‘পুলিশ সপ্তাহ-২০২০’ উপলক্ষে রাজারবাগ পুলিশ অডিটরিয়ামে আয়োজিত বার্ষিক নৈশভোজে বক্তব্য প্রদানকালে তিনি এ কথা বলেন
‘মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার রাজারবাগ পুলিশ লাইন্সে পাঁচ দিনব্যাপী ‘পুলিশ সপ্তাহ-২০২০’ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।মানুষ পুলিশের কাছে আসে সাহায্য সহযোগিতার প্রত্যাশায়। কেউ যাতে সহযোগিতা চাইতে এসে বিড়ম্বনায় না পড়ে এবং প্রত্যাশিত প্রতিকার পায় তা নিশ্চিত করতে হবে,’ বলেন রাষ্ট্রপতি।
বাংলাদেশ পুলিশকে দেশের একটি গৌরবময় প্রতিষ্ঠান উল্লেখ করে তিনি বলেন, ‘পাক হানাদারদের বিরুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ার কৃতিত্ব রয়েছে আপনাদের। আপনারা স্বাধীন দেশের পুলিশ। দায়িত্ব পালনের ক্ষেত্রে আপনাদেরকে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনাকে সমুন্নত রেখেই কাজ করতে হবে।
রাষ্ট্রপতি হামিদ বলেন, পুলিশ জনগণের জন্য। তাই জনগণের জন্যই কাজ করবেন। ‘তাহলেই জনগণ আপনাদের বন্ধু হিসেবে ভাবতে শুরু করবে,’ বলেন তিনি
অপরাধ দমনে জনগণের সহযোগিতা অপরিহার্য উল্লেখ করে তিনি প্রত্যাশা করেন, জনগণের সহযোগিতায় বাংলাদেশ পুলিশ তার লক্ষ্য অর্জনে সফল হবে। সূত্র : ইউএনবি